বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হোন’ 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হোন’ 

দীর্ঘদিন পর জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলার জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান ও খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।
 
অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. ইয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আবুল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি আমান উদ্দিন, মাটিরাঙ্গা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাও. আবদুল জলিল, খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাইন উদ্দিন ও গোমতী ইউনিয়নে জামায়াতের সভাপতি মো. সালেহ আহাম্মেদ প্রমুখ বক্তব্য দেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ